ক্রম: নং |
সেবার নাম |
সেবা প্রদান প্রদ্ধতি |
১ |
কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল |
পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রাপ্ত তালিকা/আবেদন জেলা কমিটি কতৃক চুড়ান্ত অনুমোদন প্রদান। |
২ |
জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচী |
বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থী নির্বাচন সংক্রান্ত “জেলাক মিটি” কর্তৃক তালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি যাচাই বাছাই করে প্রশিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়। |
৩ |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নিবন্ধন, নিয়ন্ত্রণ ও অনুদান বিতরণ |
জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিস অফিসার কর্তৃক সুপারিশকৃত স্বেচ্ছাসেবী নারী সংগঠনকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক সরেজমিনে পরিদর্শনের পর রেজিষ্ট্রেশন প্রদান করা হয় এবং বাৎসরিক অনুদান প্রদানের জন্য জেলা কমিটির সুপারিশ সহকারে সদর কার্যালয়ে প্রেরণ এবং মনিটরিং করা। |
৪ |
জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম |
ইউনিয়ন কমিটি থেকে প্রাপ্ত তালিকা উপজেলা কমিটি যাচাই বাছাই করে ৫ ক্যাটাগরীতে জয়িতার তালিকা জেলা কমিটিতে প্রেরণ। জেলা কমিটি পৌরসভা ও উপজেলা থেকে প্রাপ্ত জয়িতাদের তালিকা যাচাই-বাছাই ক্রমে ৫ জন শ্রেষ্ঠ জয়িতার তালিকা বিভাগে প্রেরণ। |
৫ |
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম |
নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগ গ্রহণ, শুনানি ও নিষ্পত্তিকরণ প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান। |
৬ |
দু:স্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল |
শিশুদের ক্ষেত্রে আবেদনকারীর ন্যায়সংগত অভিভাবকের মাধ্যমে আবেদন দাখিল এবং আবেদনপত্রে স্থানীয় জনপ্রতিনিধির সুপারিশক্রমে জেলা-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণের নিকট দাখিল করতে হবে। জেলা কমিটির আবেদনসমূহ বাছাই পূর্বক সুপারিশসহ ট্রাষ্টি বোর্ডের সদস্য সচিবের নিকট প্রেরণ করবে, তবে জরুরী ক্ষেত্রে জেলা কমিটির সভাপতি তাৎক্ষণিক ভাবে যেকোন সাহায্যের আবেদন সুপারিশ সহকারে বোর্ড অব ট্রাষ্টির সভাপতির নিকট প্রেরণ করবেন। |
৭ |
দরিদ্র মা”র জন্য মাতৃত্ব কাল ভাতা কর্মসূচি |
ইউনিয়ন কমিটি থেকে প্রাপ্ত তালিকা উপজেলা কমিটির মাধ্যমে চুড়ান্ত অনুমোদন। |
৮ |
ভিজিডি কর্মসূচি |
ওয়ার্ড ভিত্তিক ক্ষুদ্রদল গঠনের মাধ্যমে উপকার ভোগীদের প্রাথমিক তালিকা ইউনিয়ন ভিজিডি কমিটিতে প্রেরণ। উপজেলা কমিটি প্রাপ্ত তালিকা যাচাই- বাছাই ক্রমে চুড়ান্ত অনুমোদন। |
৯ |
মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম। |
ইউনিয়ন চেয়ারম্যান/মেম্বার কর্তৃক সুপারিশ কৃত আবেদনপত্র সমূহ যাচাই-বাছাই পূর্বক উপজেলা কমিটি ঋণ মন্জুর করেন। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS